বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জলঢাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাকুল ইসলাম (২৭)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রোমান নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। ঘটনাস্থলে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) কিবরিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।