লাইফ সাপোর্টে থাকা বরিশাল ৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শুক্রবার আওয়ামী লীগ নেতা হিরণকে শংকটাপন্ন অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সন্ধ্যায় হাসপাতালে গিয়ে হিরণের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। এসময় হিরণের পরিবারকে সমবেদনাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর করিম উপস্থিত ছিলেন।