হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর জুতার ভেতর থেকে সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার রাত ১০টার দিকে মাসুম শেখ নামে ওই যাত্রীর জুতা কেটে এক কেজি সোনা উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল রাতে ঢাকাগামী মালিন্দা এয়ারের যাত্রীবাহী একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় ওই যাত্রীর জুতা কেটে এক কেজি পরিমাণ সোনা উদ্ধার করা হয়।