বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বিকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।
আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর মূখপাত্র শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র আদোলত থেকে কারাগারে পাঠানো হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে মুক্তি পাবেন তিনি।
এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, এখনও পর্যন্ত মুক্তির কোনো কাগজপত্র হাতে পাইনি।