সিরাজগঞ্জর বেলকুচিতে জামায়াত ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আলমগীর হোসেন (২৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের চর ধুলিগাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জামায়াত কর্মী আলমগীর হোসেন চরধুলিগাড়ি গ্রামের জমিরউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার চর ধুলিগাড়ি গ্রামে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করে জামায়াতের কর্মীরা।
পরে রাত ১০টার দিকে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের সংঘর্ষে জামায়াত কর্মী আলমগীর হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আলমগীর হোসেন মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।