রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মানিক (৩০), অঞ্জনা বেগম (৩২), ইসলাম (৩০) ও ওসমান গনি (৩৮)।
জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী একটি নৈশকোচ শনিবার ভোর সাড়ে ৫টায় পীরগঞ্জের আঙ্গারা ব্রিজের কাছে এলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
আহতদের পীরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সার্জেন্ট গনি।