রাজাকার ছিলাম, এ কথা পৃথিবীর কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আজ দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় এ কথা বলেন।
সম্প্রতি লন্ডনে এক মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফরিদপুরের রাজাকার পরিবারে শেখ হাসিনা নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। এই বক্তব্যের জবাবে মন্ত্রী আজ এ কথা বললেন।
মন্ত্রী বলেন, তারেক রহমানের এ বক্তব্য শুনে কেউ এক হাজার কোটি, কেউ ১০০ কোটি টাকার মানহানির মামলা করার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। তারেক রহমানের বক্তব্যের প্রতি ইঙ্গিত দিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সম্প্রতি বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য আসছে, সেগুলো দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ফসল হিসেবে করা হচ্ছে। এদের লক্ষ্য দেশে হানাহানি, কাটাকাটির পরিবেশ সৃষ্টি করে আন্দোলনের সুযোগ তৈরি করা। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার কাউকে এ-জাতীয় অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেবে না।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-০৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী, পুলিশ সুপার জামিল হাসান, সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী, নগরকান্দা উপজেলার চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, সালথা উপজেলার চেয়ারম্যান ওহিদুজ্জামান, ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।