প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবৈধ রাজনৈতিক দল।
গোপালগঞ্জ আওয়ামী লীগের কয়েকজন নেতা আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজর সন্ধ্যায় গণভবনে দেখা করতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং অবৈধ পথেই বিএনপি প্রতিষ্ঠা করেন।