বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।
আজ রবিবার দেশবাসীর প্রতি দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বাণীতে এরশাদ বলেন, 'বিগত ১৪২০ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। নতুন বছরে জীবনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য হলো সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানানো। এ বছরও উত্সবের আমেজ নিয়ে নববর্ষকে স্বাগত জানানো হবে এবং নতুন বছর উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।