'জাগ্রত করো উদ্ধত করো, নির্ভয় করো হে' এই বাণীকে সামনে রেখে শুরু হলো পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।
আজ সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য এ যাত্রা শুরু হয়।
চারুকলা অনুষদ আয়োজিত শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেল হয়ে টিএসসির সামনে দিয়ে চারুকলায় এসে শেষ হবে।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় প্রতীকি শিল্প হিসেবে রয়েছে হাঁস, মাছের ঝাঁক, গাজীর বাঘ, বিড়ালের মুখে চিংড়ি মাছ, বাঘের মুখোশ, পেঁচা, শিশু হরিণ এবং মা ও শিশু।
বাংলাদেশের সুখ সমৃদ্ধি আর পবিত্রতা বোঝাতে এ 'মা ও শিশু' প্রতিকটি করা হয়েছে সবচেয়ে বড় আকারে।
মঙ্গল শোভাযাত্রা ছাড়াও এ অনুষদের ব্যবস্থাপনায় বকুলতলায় থাকবে দিনব্যাপী নাগরদোলা, বায়েস্কোপ, চরকি, পুতুলনাচ, বৈশাখি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।