শিল্প সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৪ জনের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ ট্যানারি স্থানান্তরে হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের রুল জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করেন।
সচিব ছাড়া আরো যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন- সাবেক শিল্প সচিব মোঃ জাকির হোসেন, আল আমিন চৌধুরি, একেএম সরোয়ার কামাল, ড. শোয়েব আহমেদ, আয়ুব কাদরি, ড. নুরুল আমিন, শেখ এনায়েত উল্লাহ, সাবেক পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক নজিবর রহমান, খন্দকার রশিদুল হক, হেদায়েতুল ইসলাম, ড. ওমর ফারুক, খান মোঃ ইব্রাহিম হোসেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আইনজীবী জানান, ঢাকার পরিবেশ রক্ষায় ২০০১ সালে ড. মহিউদ্দিন ফারুকের এক মামলার প্রেক্ষিতে তৎকালীন বিচারপতি জয়নুল আবেদিন ও বিচারপতি এবিএম খায়রুল হক দুই বছরের মধ্যে পরিবেশ রক্ষায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরবর্তীতে ২০০৯ সালের ২৩ জুন আদালত ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ ট্যানারি স্থানান্তরের নির্দেশ দেয়। এরপর ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ও ৩০ অক্টোবর ছয় মাস করে সময় বৃদ্ধি করে আদালতের রায় বাস্তবায়নের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায় এতদিনে বাস্তবায়ন না করায় বিবাদীদের বিরুদ্ধে বাদীপক্ষ থেকে আদালত অবমাননার মামলা করা হলে আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে দুই সপ্তাহের রুল জারি করা হয়।
একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করায় কেন আদালত অবমাননার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে না তা জানাতে বলা হয়েছে।