দেশে একটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আরও একটি অত্যাধুনিক জাদুঘর স্থাপনের কথা বলেন তিনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় জাদুঘরের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংস্কৃতি বিষক মন্ত্রী আসাদুজ্জামান নূর। জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম জাতীয় জাদুঘরের বার্ষিক প্রতিবেদন ও এর অন্যান্য প্রকাশনা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস।