শিল্প সচিব মো. মইনুদ্দিন আবদুল্লাহ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রাইসুল আলমসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে এই রুল জারি করা হয়।
আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ।
রুলের ব্যাপারে মঞ্জুর মোর্শেদ বলেন, 'ঢাকার পরিবেশ রক্ষায় ২০০১ সালে আমার মক্কেল হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সে মামলার শুনানি শেষে ২০০৯ সালের ২৩ জুন আদালত আদেশ দেন ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিবাদী পক্ষ এ আদেশ অমান্য করায় পরবর্তীতে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হয়।'
ওই আবেদনের শুনানি শেষে আদালত মঙ্গলবার এ আদেশ দিলেন।