কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা।
আজ শুক্রবার ভোর রাতের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নাফনদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- মিয়ানমারের মংডু শহরের খাইংখালী এলাকার মৃত আবদুল হাইয়ের স্ত্রী আবেদা বেগম, দলিয়াপাড়ার মৃত হোসেন আহমদের স্ত্রী হাজেরা বেগম, কুলাবিল এলাকার মৃত মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ আনছ।
বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, 'আটক তিনজনের বিরুদ্ধে মাদক ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমের দায়ে টেকনাফ থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। অপর ২১ জনকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।'