তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি'র লংমার্চ কর্মসূচিকে সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি। একইসঙ্গে এই দাবিতে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। লংমার্চ কর্মসূচি সফল করতে আজ সোমবার রাজধানীতে লিফলেটও বিতরণ করেছেন দলটির নেন্দ্রীয় নেতারা।
লিফলেট বিতরণকালে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশ্যে বলেন, লংমার্চে বাঁধা নয়, সহযোগিতা করুন। এটি একটি জাতীয় ইস্যু। দেশের প্রতিটি মানুষের স্বার্থ এর সঙ্গে জড়িত। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে ঐক্যবদ্ধভাবে চাপে রাখতে হবে। সবাইকে পথে নামতে হবে। এখানে সব দল-মতের মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
আজ সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে গুলশান-২ গোলচত্বরে পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করেন দলের স্থায়ী কিমিটির সদস্য নজরুল ইসলাম খান, রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।
আগামীকাল রাজধানীর নয়পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে তিস্তার উদ্দেশ্যে লংমার্চ শুরু করবে বিএনপি।