'এই রাক্ষুসে সরকারের মতো আর কোনো সরকার বাংলাদেশে ছিল না। তারা দানব সরকার। তাই তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে' বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'আওয়ামী লীগ তারেক রহমানের মতো নেতা তৈরি করতে পারবে না বলেই তার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই তার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে।'
আব্বাস বলেন, '৭১ সালে আওয়ামী লীগের নেতারা স্বাধীনতার যুদ্ধে অংশ না নিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে। আর বিএনপি নেতারা মাঠে থেকে যুদ্ধ করেছে। বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করেছে। সীমান্ত পাড়ি দিলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযোদ্ধা হতে হলে মাঠে যুদ্ধ করতে হয়।'
তিস্তা অভিমুখে লংমার্চ বিষয়ে মির্জা আব্বান বলেন, 'পানির অভাবে আমাদের জীবন জীবিকা আজ বিপর্যস্ত। শোনা যাচ্ছে লংমার্চে নাকি বাধা দেয়া হবে। কিন্তু আমাদের এই কর্মসূচি হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তাই আমরা আশা করছি আওয়ামী লীগ এতে বাধা না দিয়ে সহযোগিতা করবে।'