কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন জাকুসহ ২ জন নিহত হয়েছেন। আজ রবিবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচারপার্ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন: কায়ুকখালীপাড়া মৃত জয়নাল আবেদীন সওদাগরের পুত্র জাহেদ হোসেন জাকু (৪৭) ও নাইট্যংপাড়া মৃত শামসুল আলমের পুত্র ফরিদুল আলম (৪৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া জানান, আজ ভোররাতে দমদমিয়া ন্যাচারপার্ক এলাকায় বিজিবি ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন গুলিবিদ্ধ হয়। আহতদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি এলজি, ১টি পাইপগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।