'যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু, কেউ আঘাত করলে সে আঘাতের প্রতিঘাত করার সক্ষমতা থাকতে হবে। এ জন্য প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নে কাজ করছে সরকার' বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব বলেন।
তিনি বলেন, 'প্রযুক্তি ব্যবহারে জনগণকে সক্ষম করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে প্রতিরক্ষা বাহিনীকেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে সক্ষম করে তুলবে সরকার।'
বাংলাদেশ মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে বিজয় লাভ করেছে, সে বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদের অধিকার রক্ষায় প্রতিরক্ষা বিভাগকে আধুনিকায়ন করা জরুরি।
তিনি বলেন, 'বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে দেশ সামনে আগাবে এবং সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।'
'একটি দল ক্ষমতায় আসে পাঁচ বছরের জন্য। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কাজই বাস্তবায়ন করা যায় না। এই জন্য সময়ের সুষ্ঠু ব্যবহার করতে হবে' সবাইকে সঠিক সময়ে সঠিক কাজ করার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।