ডিসম্বরের কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হবে বলে জানিয়েছেন পার্টির বর্তমান চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের যৌথসভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, 'এত দিন আমি একাই দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন দলকে সুসংগঠিত করতে অন্যের সহযোগিতা প্রয়োজন।
দলীয় সূত্রে জানা গেছে, 'আজকের সভায় দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি পদ সৃষ্টি করা হতে পারে।'
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, '১৯৯০ সালে ক্ষমতা ছাড়ার পর আমার বিরুদ্ধে ৭৪টি মামলা দেওয়া হয়েছিল। এখনো সব মামলা থেকে আমি অব্যাহতি পাইনি। কিন্তু বরাবরই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে, ভবিষ্যতেও সব নির্বাচনে অংশ নেবে।'