ঘোষিত ২৮ এপ্রিলের বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য রাজধানীর তিনটি স্থানের অনুমতি চেয়েও না পাওয়ায় এ কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের ভেতরে পালন করবে ঢাকা মহানগর বিএনপি।
বিএনপি সূত্র জানায়, সারাদেশের সকল জেলা-উপজেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান অথবা জাতীয় প্রেসক্লাবের সম্মুখে কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চায় মহানগর বিএনপি।
তবে অনুমতি না পাওয়ায় রাজধানীর এ কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের ভেতরেই পালিত হবে বলে জানান বিএনপির ঢাকা মহানগর শাখার সদস্য সচিব আবদুস সালাম।