সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেন, '১৬ মে ভারতের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, এই ফলাফলে গুণগত পরিবর্তন না হলেও পরিমাণগত পার্থক্য অবশ্যই হবে।'
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত শেরে বাংলা আবুল কাশেম (একে) ফজলুর হকের ৫২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ মুজিবর রহমানকে ‘জাতির জনক’ বলাটা মুর্খতা মন্তব্য করে কাজী জাফর আহমেদ বলেন, আইন ও জোর করে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলাটা মুর্খতা। বরং এতে তাকে অসম্মানই করা হয়। পৃথিবীর কোনো দেশেই এমন নজীর নেই। এটা আসলে আবেগ, অনুভূতি থেকে বলা।
তিনি বলেন, 'দেশে একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে। নৈরাজ্য, হতাশায় জাতি আজ নিমজ্জিত। তবে এ থেকে জাতি অচিরেই মুক্তি পাবে। রাজনীতির ইতিহাস এটাই বলে।'