আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে সামনে-পেছনে পুলিশের গাড়ি মালবাহী ট্রাক পারাপারে সহযোগিতা করে। এর পরই অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়। এতে করে ঢাকার সঙ্গে দেশের ৩৫টি রুটে যান স্বাভাবিক হয়।
গত রোববার নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের পর বুধবার দুপুর থেকে শীতলক্ষ্যা নদীতে একের এক লাশ ভেসে থাকার খবর পাওয়া যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর আওয়ামী লীগ সমর্থক প্যানেল মেয়র নজরুল ইসলামের সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেই সঙ্গে তারা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।
এদিকে, নজরুল ইসলামকে তার বাবা-মায়ের পাশে শায়িত করা হয়েছে। সকাল ১১টায় ঢাকা-চিটাগাং মহাসড়কে জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে দাফন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এটি ছিল তার দ্বিতীয় জানাজা। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।