সম্প্রতি খুন, গুমের সীমা ছাড়েনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ মন্ত্রীর নাম উল্লেখ না করে বলেন, সরকারের একজন মন্ত্রী বলেছেন, গুম, খুন সীমা ছাড়ায়নি। আমি তার কাছে জানতে চাই খুন, গুমের সীমা কতো? ১০, ২০ না ৫০ হাজার?
মে দিবসে উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। জাতীয় শ্রমিক পার্টি সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, আমরা কেউই শান্তিতে নেই। কাকে কখন তুলে নিয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই।