খুন, গুম, অপহরণ বন্ধে সারাদেশে ১৯ দলের উদ্দেশ্যে সাংগঠনিক রেড এলার্ট জারি করেছেন জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এ সরকার ঘরেও নিরাপত্তা দিতে পারে না, বাইরেও পারে না। তাই জনগণের নিরাপত্তার জন্য গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শ্রমিক গণজমায়েতে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে এই কর্মসূচিতে এবারের বিষয় নির্ধারিত হয় ‘জীবন-জীবিকার নিশ্চয়তায় কর্মসংস্থান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নিম্নতম মজুরি ও পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা চাই’।
তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে বলছি। ১৯ দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলছি। সারাদেশে রেড এলার্ট জারি করলাম। কেউ এলে চ্যাপ্টা বানিয়ে দেবেন। নারায়ণগঞ্জের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।