ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে রাজধানীর নীলক্ষেতের দোকানিদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
আজ বিকাল পৌনে ৬টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা চলে। এসময় বেশ কয়েকটি দোকান ও গাড়িতে আগুন ধরানো হয়।
কী কারণে এই সংঘর্ষ বেঁধেছিল, সে বিষয়ে এখনো কিছু জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রদের সঙ্গে দোকানিদের এই সংঘর্ষ বাঁধে।