আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার আইনগত পদক্ষেপ নেবে।
আজ রবিবার দুপুরে হাটহাজারীর বিআরটিএ চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, 'স্বাধীনতা ও জাতির জনক নিয়ে প্রশ্ন তুলে বিএনপি তাদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে সরকার আইনগত পদক্ষেপ নেবে। জেলে যাওয়ার সাহস নেই দেখেই তারক দেশের মাটিতে না এসে বিদেশের মাটিতে বসে নানা কথা বলছে।
যোগাযোগমন্ত্রী বলেন, 'সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইতিহাস দখলের চেষ্টা করছে। ইতিহাস নিয়ে ছিনিমিনি খেললে তারাই আগামীতে ইতিহাসের আস্তাকুড়েঁ নিক্ষিপ্ত হবে।'
বিআরটিএ কার্যালয় পরিদর্শনকালে চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক জামালউদ্দিনসহ চার কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন ওবায়দুল কাদের।
এর আগে সকালে নগরীর বিআরটিসি মোড়ে বান্দরবানের তিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনটি বাস হস্তান্তর করেন মন্ত্রী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, 'আগামী দুই মাসের মধ্যে ফিটনেসহীন গাড়ি এবং চট্টগ্রামের অবৈধ বিলবোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
মন্ত্রণালয়ে দুর্নীতি হলে সে দায় মন্ত্রী এড়াতে পারেন না বলেও জানান মযোগাযোগমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআরটিসি চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ, টেকনিক্যাল ম্যানেজার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম কার্যালয়ের টেকনিক্যাল ম্যানেজার মশিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।