সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে এক নজীরবিহীন ত্রুটিপূর্ণতার অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একইসঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনরে রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
নির্বাচনে দলের ভরাডুবির প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “নীল নকশার পৌর নির্বাচনে সরকার তাদের অনুগত নির্বাচন কমিশন, দলীয়করণকৃত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জনগণের রায়কে ছিনতাই করে এক নজীরবিহীন ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য নির্বাচনের প্রহসন করেছে।''
তিনি আরও বলেন, “সরকারের অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী আচরণ ও নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতায় এ কথাই প্রমাণিত হয়েছে যে, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হতে পারে না। গতকালের পৌর নির্বাচন সেই সত্যেরই প্রামাণিক চিত্র হিসেবে গোটা জাতি সামনে স্পষ্ট হয়ে উঠেছে।”
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব