বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিবন্ধন দেয় এমন গাড়িতে ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের সময় ৩ মাস বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত গাড়ির রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও আরএফআইডি (বেতার তরঙ্গ শনাক্তকরণ) ট্যাগ সংযোজন করা যাবে।
বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও সহাসড়ক বিভাগ থেকে ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের সময় বৃদ্ধি করে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী শেষ সময় ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)।
এর আগে, গত ১৪ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আগামী ১ জানুয়ারি থেকে গাড়ির ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করে। ডিজিটাল নম্বর প্লেট ছাড়া সারাদেশের কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলেও ওইদিন জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিআরটিএ থেকে জানা গেছে, দেশে ২৩ লাখ সাত হাজার ৯৫৭টি নিবন্ধিত যানবাহন রয়েছে। এখনও অনেক গাড়ি ডিজিটাল নম্বর প্লেট নিতে পারেনি। এজন্য ডিজিটাল নম্বর প্লেট সংগ্রহের জন্য সময় বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব