নিউইয়র্কে গত শুক্রবার জাতিসংঘ সদর দফতরে ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের এক অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। স্থানীয়, আঞ্চলিক অথবা আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ অঙ্গিকারাবদ্ধ। এ ব্যাপারে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’
স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের "Zero tolerance" নীতি তুলে ধরেন। তিনি নারী সম্প্রদায়, সুশীল সমাজ, ধর্মীয় ও স্থানীয় সরকারের নেতৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং মিডিয়ার সামগ্রিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা রোধে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহও উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত ‘কাউন্টারিং ভাইয়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক অধিবেশনে যোগ দিয়ে সন্ত্রাস দমনে বাংলাদেশের দৃঢ় অঙ্গিকারের পুনর্ব্যক্ত করেন বলেও এ সমাবেশকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দৃঢ় অবস্থানকে উপস্থিত অধিকাংশ রাষ্ট্রই সাধুবাদ জানিয়েছে বিপুল করতালির মধ্য দিয়ে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা