উন্নয়নের বার্তা নিয়ে আগামী ২১ জানুয়ারি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান করা ছাড়াও আলীয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতা করবেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম সিলেট নগরীতে জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে তার।
জনসভার শুরুতে প্রধানমন্ত্রী সিলেটে সদ্য সমাপ্ত ১০টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ১৩টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে সিলেটে এখন বিরাজ করছে উৎমবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতদিন কাজ করে যাচ্ছেন।
সর্বশেষ ২০১২ সালের ২৪ মার্চ সিলেট আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত চার বছরে সিলেট নগরীতে কোন জনসভায় যোগ দেয়া হয়নি তার। গত চার বছরে নানা সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা থেকে। তাই ২১ জানুয়ারির জনসভাকে সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা হিসেবেই দেখছেন আওয়ামী লীগ নেতারা। এজন্য তারা জনসভায় স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটানোর চেষ্টা চালাচ্ছেন।
গত তিন ধরে সিলেট জেলা ও মহানগরীর সর্বত্র চলছে মাইকিং। দেয়ালে দেয়ালে টানানো হয়েছে পোস্টার। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গ্র“পে বিভক্ত হয়ে জেলা ও মহানগরীতে কর্মী ও প্রস্তুতিসভা করে যাচ্ছেন। সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তারা গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে জনসভা সফলে সহযোগিতা চাইছেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলের প্রস্তুতি প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন- সিলেট অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত। প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে শুধু আওয়ামী লীগ পরিবার নয়, সিলেটের সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমূদ্রে পরিণত করার মাধ্যমে সিলেটবাসী প্রমাণ করবে বিগত দিনে শেখ হাসিনার সকল অর্জনে তারাও উৎফুল্ল। সিলেটবাসী মহাজোট সরকার ও চলমান উন্নয়নে আস্থাশীল এর প্রমাণ পাওয়া যাবে ২১ জানুয়ারির জনসভায়।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা