বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক।এজন্য আমরা লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছি। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে চাই। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুত দিতে পারবে ইনশাআল্লাহ।
শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন, আমদানির ব্যাপারে ভারতের সঙ্গে কথা হয়েছে। নেপাল, ভুটানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সেখানে আমরা উৎপাদন করবো, বিক্রি করবো। বিদ্যুৎ নিয়ে আসবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। মূল প্রকল্প পাশ হয়ে গেছে। এছাড়া আমরা সৌর বিদ্যুৎ, বায়ো গ্যাস উৎপাদনে পদক্ষেপ নিয়েছি।
অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা