জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দোতালা ওই বাড়িটি ঘেরাও করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ।
তিনি বলেন, “ওই দোতলা বাড়িতে জঙ্গিরা আছে বলে আমরা খবর পেয়েছি। ভেতর থেকে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। আমরা ঢোকার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব