শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত জোট তা মেনে নিতে পারছে না। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে ষড়যন্ত্র ও গণতন্ত্রের শিক্ষা দেবে। আজ বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই দেশে আর কোন গণহত্যা করতে দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যহত হতে দেওয়া যাবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেদিন যদি নির্বাচন না হত, তাহলে বাংলাদেশে সাংবিধানিক ধারা ব্যহত হত। গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য নির্বাচন করতে হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি বলেন, আসুন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে সচল রাখি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার