ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। জঙ্গিদের সক্ষমতা কমে গেলেও এখনো তাদের হামলার আশঙ্কা রয়েছে। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ে গুলশান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সময় তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, যথাযত তথ্যপ্রমাণের ভিত্তিতে গুলশান হামলা মামলার অভিযোগপত্র দ্রুত দেয়া হবে। যাতে জঙ্গি ও তাদের মদদদাতারা আইনের ফাঁক গলে পার না পেয়ে যায়।
ডিএমপির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিমের স্ত্রী ও মা এবং পুলিশ পরিদর্শক সালাহউদ্দিন খানের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার