বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনীতির মুক্তি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ ও স্বপ্নগুলো শেষ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। স্বাস্থ্য সেবার ব্যাপারে সকলকে আরো বেশি নজর দিতে হবে। সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
শহীদ মনসুর আলী ট্রাষ্ট ও গভর্নিং বডির চেয়ারম্যান লায়লা আরজুমান্দের সভাপতিত্বে মেডিকেল কলেজের নবীনবরণ ও পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার