দেশ জাতি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনায় টঙ্গীর তুরাগ নদের তীরে লাখো মানুষের কাঙ্খিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চারদিন বিরতি দিয়ে আগামী ২০ জানুয়ারী শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলীগ জামায়াতের দিল্লী মারকাজের শীর্ষস্থানীয় আমীর হযরত মাওলানা মোহাম্মদ সাদ। বেলা ১১ টা ০২ মিনিট থেকে মোনাজাত শুরু হয়ে ১১টা ৩৬ মিনিটে শেষ হয়। ৩৪ মিনিট স্থায়ী আবেগঘন এই আখেরী মোনাজাতে 'আমীন আমীন' ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা।
আখেরী মোনাজতে শরিক হতে শনিবার রাত থেকেই বিভিন্ন এলাকার মুসল্লিরা দলে দলে যোগ দিতে শুরু করেন। মোনাজত শুরু হওয়ার পূর্বে ময়দানের পূর্বে টঙ্গী বিসিক শিল্প নগরী ও পশ্চিমে আশুলিয়া, উত্তরে টঙ্গী কলেজ গেট, দক্ষিণে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত অন্ততপক্ষে ১০ বর্গ কিলোমিটার এলাকা বিশাল জনসমুদ্রে পরিনত হয়। বিশ্বের ৯৩ দেশের প্রায় ১২ হাজার তাবলীগ অনুসারীসহ ১৫-২০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে মাওলানা সাদ আহমাদ প্রার্থনা করে বলেন, "হে আল্লাহ আমাদের অন্তর থেকে কুফরি, মোনাফেকি দূর করে দাও। তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের সকল নেক চাহিদা পূরণ করে দাও। হে রাহমানুর রাহীম আমাদের ওপর রহম করো। আমাদেরকে রোগ-ব্যাধি থেকে মুক্তি দাও। আমাদের ওপর দয়া করো যেভাবে তুমি তোমার নেক বান্দাদের ওপর রহম করেছ। হে আল্লাহ, আমাদের পরিপূর্ন ঈমান দাও। তোমার আজাব থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত নসিব করো। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও।"
মাওলানা সাদ আরও বলেন, "হে আল্লাহ বিশ্বের প্রতিটি মুসলমানের অন্তরে তার উম্মাহর অন্য মুসলিম ভাইদের প্রতি মহব্বত পয়দা কর, হে আল্লাহ তুমিইতো রোগ-বালা পয়দা কর আবার তুমি তার শেফা দান কর, তুমি সকলের শেফা দান করে দাও। তুমি তো ক্ষমাশীল, তোমার কাছেই আমরা ক্ষমা চাইব। দ্বীনের উপর আমাদের চলা সহজ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। আমরা যেন তোমার সন্তুষ্টি মাফিক চলতে পারি সে তওফিক দাও। দুনিয়ার সকল বালা-মসিবত থেকে আমাদের হেফাজত করো। নবীওয়ালা জিন্দেগী আমাদের নসীব করো। আমাদের এই ইজতেমাকে কবুল করো। ইজতেমার আয়োজনে যারা শ্রম দিয়েছে তাদের কবুল করো। যারা তোমার কাছে হাত তুলেছে সকলকে তুমি কবুল করো।"
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৭/ এনায়েত করিম -আব্দুল্লাহ সিফাত-১৯