দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংসদের এ অধিবেশন চলবে।
অধিবেশনের প্রথম দিনে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দিবেন। এই রিপোর্ট লেখার সময় ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি।
সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার শিরিন শারমিন অধিবেশনের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সৈয়দা সায়েরা মহসিন।
সংসদের আইন শাখা সূত্রে জানা যায়, চলমান সংসদের এমপি, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ হবে। এরপর অধিবেশন মুলতবি করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন উপলক্ষে সংসদ এলাকার আশপাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব