পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি চলছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে হুইল চেয়ারে করে শুনানিতে উপস্থিত হয়ে আদালত কক্ষ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বিচারকের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছেন, এতো ছোট জায়গায় মামলা চলতে পারে না। এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না। এখানে মামলা চললে আমি আর আদালতে আসবো না। সাজা দিতে চাইলে দিয়ে দেন।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত কয়েকমাস ধরে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। সাজার কারণে একাদশ সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম