সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের অ্যাসেট (সম্পদ) ছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় তিনি একথা বলেন
ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফ ছিলেন আওয়ামী লীগের অ্যাসেট। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে হেরে গেছেন। জিতে গেছে ক্যান্সার। আমরা হারিয়েছি একজন কমিটেড নেতা। যিনি দুর্দিনে দলের হাল ধরেছিলেন।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব