বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারি) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদকে।
রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নুরুজ্জামান আহমেদ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব