শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
শনিবার ভোর থেকেই সব শ্রেণি-পেশার মানুষেরা একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমাতে শুরু করেন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
এদিন ভোর থেকে রায়েরবাজারে আসতে শুরু করেন রাজধানীসহ অন্যান্য এলাকার মানুষেরা। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করছেন তারা।
এদিকে, রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষের হাতে ফুলের তোড়ার সঙ্গে রয়েছে ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
বিডি প্রতিদিন/কালাম