বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক শামসুল আলমসহ প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে সংলাপ করে আসছে বিএনপি।
বিডি প্রতিদিন/এএ