আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি ও উন্নয়নের শক্তিশালী রেকর্ড দেখিয়েছে বাংলাদেশ। এমনকি ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও উন্নয়নের শক্তিশালী রেকর্ড প্রদর্শন করে চলেছে দেশ।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যৌথসভায় তিনি এসব কথা বলেন।
এসএম কামাল আরও বলেন, জনসভায় লাখ লাখ মানুষ সমবেত হবে। তাই ২৯ জানুয়ারির জনসভাকে সামনে রেখে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি। রাজশাহীর মাদ্রাসা মাঠ ছাপিয়ে এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। কাজেই আমরা সকলের সহযোগিতা চাই। যেহেতু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হবে, সেহেতু এর আকার বিশাল হবে। বিপুল জনসমাগম হবে, উৎসবমুখর হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিডি প্রতিদিন/আরাফাত