১৬তম লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন ভারতের প্রবীণতম ভোটার। ৯৭ বছর বয়সী এই ভোটারের নাম শ্যাম সারন নেগি। ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি।
হিমাচলের কিন্নাউর জেলার কালপা গ্রামের বাসিন্দা শ্যাম সারন নেগি ভোট দিবেন আগামী ৭ মে। ওইদিন হিমাচল প্রদেশের পাঁচটি আসনে ভোট হবে।
ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর ১৯৫১-৫২ সালে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছিলে নেগি। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই তিনি ভোট দিয়ে আসছেন।
উল্লেখ্য, ভারতে সোমবার থেকে লোকসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে। পাঁচ সপ্তাহ ধরে চলবে এই ভোট। গণনা শুরু হবে ১৬ মে থেকে। এ নির্বাচনে সব মিলিয়ে ভোটার সংখ্যা ৮০ কোটিরও বেশি।