শিরোনাম
প্রকাশ: ১৪:২৫, রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বরিশালে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ

আলম রায়হান
অনলাইন ভার্সন
বরিশালে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ

বরিশাল আমার নিজের শহর। শহর থেকে পাচঁ কিলোমিটার পশ্চিমের গ্রাম ধর্মাদীতে আমার জন্ম। শহরে আসতে হতো শুকনো মৌসুমে রিকশায় বা পায়ে হেঁটে। বর্ষা কালে প্রায় এক হাঁটু কাঁদা-জল মাড়িয়ে। সেচের পানির যোগান, মাছের উৎস এবং মালামাল পরিবহনের জন্য ছিলো স্বচ্ছ জলের খরস্রোতা খাল। কেবল গ্রামে নয়, বরিশাল শহরের মধ্যে দিয়েও প্রবহমান ছিলো অন্তত অর্ধশত খাল। শহরের সেই খালগুলো এখন ড্রেনেরও অধম। এই শহরকে আমি চিনি ক্লাস থ্রিতে পড়াকাল থেকেই। কিন্তু রাজধানী ঢাকা দেখেছি ইন্টারমেডিয়েট পাস করার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সময়। এই ভর্তির সুযোগ পাওয়া যত না আমার যোগ্যতায়, তার চেয়ে অনেক বেশি ছিলো সেই সময়ে ভর্তির সহজ শর্ত ও শিথিলতা।

আমি এটাস্ট ছিলাম মহসিন হলে। কিন্তু প্রথম দিকে থাকতাম সার্জেন্ট জহুরুল হক হলে। আমার এক স্বজন থাকতো জহিরুল আলম নান্নার রুমে। রুম নম্বর সম্ভবত ২০০৭। সে সময় জহুরুল হকের ভিপি ছিলেন মো. খলিলুর রহমান মোহন। তিনি পরপর দুইবার ভিপি নির্বাচিত হয়েছেন। ছাত্রজীবন শেষে রাজনীতিতে দীর্ঘ সময় অবহেলিত ছিলেন। জীবনের গোধূলি বেলায় পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন। জহুরুল হক হলে তাঁর প্যানেলে প্রথমবার জিএস ছিলেন মনিরুজ্জামান মনির। দ্বিতীয়বার লিয়াকত আলী মন্ডল। ভিপি হিসেবে খলিলুর রহমান মোহন খুবই প্রভাবশালী ও জনপ্রিয় ছিলেন। ছাত্রসংসদ ও হল রাজনীতি বরিশাল-ফরিদপুর ‘জোটের’ একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিলো। ভিপি-জিএস দুজনই আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন। সব মিলিয়ে জহুরুল হক হলে আমার প্রভাব ছিলো। নিরাপত্তাও ছিলো নিশ্চিত। জহিরুল হক হলের ভিপি হিসেবেই ডাকসুর ভিপি হয়েছেন তোফায়েল আহমেদ। সেই সময়কার বিধানে বাইরোটেশন হলের নির্বাচিত ভিপিই ডাকসুর ভিপি হতেন। পরে সরাসরি নির্বাচন ব্যবস্থা চালু হয়।

জহুরুল হক হল আওয়ামী ছাত্রলীগের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত ছিলো। এদিকে আমি জাসদ ছাত্রলীগের, এটাস্ট মহসীন হলে। এরপরও জহুরুল হক হলে বেশ দাপটের সঙ্গে ছিলাম বরিশালের হওয়ার কারণে। তবে এ হলের রাজনীতি বা অন্য কোন বিষয়ে মোটেই জড়াতাম না। আমার রাজনীতির পুরোটাই ছিলো ক্যাম্পাস ও আমার নিজের মহসীন হল কেন্দ্রিক। সকাল বেলা মহসীন হলের ক্যান্টিনে নাস্তা দিয়ে শুরু হতো আমার দিন। সে দিন যত না ছাত্রত্বের তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। ক্যান্টিনে পরোটা ২৫ পয়সা, ডিমপোচ ১ টাকা। কিন্তু পোচ করার আগে ডিমের সাদা অংশের বেশ খানিকটা কৌশলে রেখে দেয়া হতো। যা ব্যবহার করা হলো ডিমের মামলেটে। যে কারলে ডিম পোস হতো ছোট সাইজের আর মামলেট হতো সাদাটে। ডাইনিং হলের অবস্থা ছিলো আরও নিদারুণ। এক বেলার খাবার খরচ দুই টাকা। কিন্তু ভাত রান্না করা হতো প্রায় অচল চাল দিয়ে। অধুনা ‘প্লাস্টিকের’ চালের চেয়েও অধম। আর সবজি তখনই হলের ডাইনিং-এ আসতো, সিজন শেষে যখন তা গোখাদ্যের পর্যায়ে নামতো। আর জেলখানার মতো মিষ্টি কুমড়া ছিলো সারা বছরের সবজি। এদিকে মাছ এমন পাতলা এবং মাংস এতো ছোট করে কাটা হতো যা কেবল বিশেষ ট্রেনিংপ্রাপ্ত ব্যক্তির পক্ষেই সম্ভব। আর ডাল? জেনো গঙ্গাজল! আমার এক কাজিন আনসার আলী খাবার প্লেট ধুয়ে ডালের গামলায় ফেলেছিলো। রং দেখে সে ভেবেছিলো, নোংরা পানি।

তখন আবু হেনা মোস্তফা কামাল ছিলেন মহসীন হলের প্রভোস্ট। তিনি খাবারের মান উন্নয়নের চেষ্টা করেছেন। কিন্তু সফল হয়েছেন- এমন প্রমাণ ৮৫ সালে হল ছাড়া পর্যন্ত পাইনি। এর আগেই পরের প্রভোস্ট এসে খাবারের মান বৃদ্ধির পরিবর্তে মিল চার্জ পঞ্চাশ পয়সা বাড়িয়ে আড়াই টাকা করার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় আমরা তার বাসার ড্রইং রুমে ভাংচুর করেছিলাম। টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিলো। এসব কাণ্ড হয়েছে তার উপস্থিতিতেই। তবু তিনি অনমনীয় ছিলেন। আমাদের দাবির মুখে তিনি বারবার বলছিলেন, ‘আই ক্যান্ট, আই ক্যান্ট।’ তবে শেষতক সেবার মিলচার্জ বাড়াতে পারেনি কর্তৃপক্ষ। আমাদের আন্দোলনের নেতা ছিলেন নাজমুল ভাই। তিনিই ছিলেন হল সংসদ নির্বাচনে আমার প্যানেলের ভিপি প্রার্থী। সে সময় হলের প্রভাবশালী বড় ভাইরা প্রায় সবাই জাসদ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এই বড় ভাইদের মধ্যে সর্বপ্রথম চিনেছি নূর মোহাম্মকে। তিনি হল সংসদের ভিপি ছিলেন। হাসি-খুশি সুদর্শন মানুষ বলে কেবল নয়, ভিপি ছিলেন বলেই শুরুতেই চিনতাম নূর মোহাম্মদকে। এই চেনার বিষয়টি ছিলো এক তরফা। তিনি আমাকে চিনতেন না। তবে শীঘ্রই চিনেছিলেন ঘটনাচক্রে।

ডাইনিং হলের খাবারে মান ও শৃংখলা দেখার জন্য মাঝেমধ্যে হল সংসদের নেতারা দুপুরে ডাইনিং হলে উপস্থিত থাকতেন। এটি ছিলো রুটিন ওয়ার্কের মতো মামুলি ঘটনা। এই মামুলি ঘটনার সূত্রেই একদিন গুরুতর অঘটন ঘটার অবস্থা হয়ে দাঁড়ালো। ওই দিন দুপুরে মাহফুজুর রহমান খোকন, শামসুল হক এবং আরও কয়েকজন ক্লাস মেইট ও রাজনীতির সতীর্থ এক টেবিলে খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম, নূর মোহাম্মদ ভাইকে একজন ধাক্কা দিয়েছে। হঠাৎ আমার মাথায় রক্ত উঠে গেলো। ভাবখানা এই, ‘আমার ভিপিকে ধাক্কা দেয়,  এত্ত বড় সাহস!’ ভুলেই গেছিলাম, বরিশালে নয়, ঢাকায় আছি।

খাওয়া ছেড়ে উঠে গিয়ে ধাক্কা প্রদানকারীকে দিলাম কষিয়ে এক চড়! তখন জানি না তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই। মাস্টার্স-এর ছাত্র। আর আমার কেবল সূচনা, ফাস্ট ইয়ার। যাকে চড় মেরেছি তিনি ছিলেন হল ছাত্রদলের প্রভাবশালী নেতা, নাম কামাল। ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিক শফি আহমেদের কাছে সম্প্রতি শুনেছি, ‘ফাউল’ হিসেবে কামাল ভাইর কুখ্যাতি ছিলো। এরপরও আমার চড় খেয়ে কামাল ভাই ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। মারমুখী প্রতিক্রিয়া দেখানোর বোধ হারিয়ে ফেলেছিলেন। হতে পারে, তিনি আমাকে বিশাল ক্যাডার মনে করেছিলেন। ভেবেছিলেন হয়তো, চড় খাবার প্রতিক্রিয়া দেখালে গুলি খেতে হবে। অথচ বিষয়টি মোটেই সেরকম ছিলো না। আমি তখন হল বা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কিছুই না।

চড় খেয়ে কামাল ভাই প্রতিক্রিয়া না দেখালেও নিশ্চিতভাবে তার প্রতিক্রিয়া হয়েছিলো। কিন্তু আমার কোনো ভাবান্তর ছিলো না। তখনও আমি বরিশাল এবং ঢাকার মধ্যে ব্যবধান অনুধাবন করতে পারিনি। যে কারণে হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলকে বরিশাল শহরের বটতলা এলাকা ভেবেছিলাম। যেখানে উঠতি যৌবনের চার বছর কাটিয়ে বার্ধক্যে আবার ফিরে এসেছি প্রিয় শহর বরিশালের বটতলায়। এযেনো বৃত্তের শুরুর বিন্দুতে ফিরে আসা। আগের স্থানে ফিরে আসলেও কোন কিছুই আর আগের মতো নেই। পুলিশের তৎপরতার ও জনসম্পৃক্ততার কারণে আগিলা তরিকার শহরে সন্ত্রাস ও মহল্লা ভিত্তিক মারারির ঘটনা আর ঘটে না। কিন্তু মাদকের আগ্রাসন যেন নিয়ন্ত্রণহীন। এই মাদক বাণিজ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিন্ডিকেট। এরা এখন নগরীর সকল অপরাধের হোতা। এই চক্র আইন-শৃংখলা বাহিনীর এক শ্রেণির সদস্যের সাথে সখ্যতা রক্ষা করে। আর মাদক কারবারীদের ঐক্য অনেকটা সর্বদলীয় হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত বিভাজন নেই। আর এরা খুবই ঐক্যবদ্ধ। এ ক্ষেত্রে বিরোধী দলের সাইনবোর্ডধারীরা বেশি প্রভাবশালী। কারণ তাদের কাছ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য বাহিনীর তোলাবাজরা বখরাটা পুরো আদায় করতে পারেন, সেরের উপর সোয়া সের। সরকারি দলের সাথে সম্পৃক্তদের কাছ থেকে যা আদায়ে কিছুটা অসুবিধা হয়। অনেক সময় তামাদিও হয়ে যায়।

চড় খেয়ে কামাল ভাই ডাইনিং রুমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখালেও বাইরে গিয়ে মহা ঘোট পাঁকিয়েছিলেন। ডাইনিং হল থেকে বের হবার সময় লক্ষ করলাম, কলাপসিবল গেটের দুই ধারে দুটি বেশ বড় জটলা। সবাই চুপচাপ। একটু খটকা লাগলো। তবে এ নিয়ে তেমন ভাবিনি। খোকনের সঙ্গে ছয় তলায় তার রুমে গেলাম। আড্ডা ছিলো লক্ষ্য। কিন্তু আড্ডা শিকেয় উঠলো। কিছুক্ষণের মধ্যেই আমাকে ৬/ক রুমে ডেকে নেয়া হলো। ছয় তলার এই রুম পরিচিত ছিলো হল ছাত্রলীগের ‘কন্ট্রোল রুম’। শুধু তাই নয়, তখন ক্যাম্পাস ও কয়েকটি হলেরও অনেক কিছু নিয়ন্ত্রিত হতো মহসীন হলের এই রুম থেকে। নিয়ন্ত্রক মোশতাক ভাই, মোশতাক আহম্মদ। ছোটখাটো শরীরের তখন বিশাল মানুষ; মেধা-মনন-ক্ষমতার। বললেন, কি করেছো! এখানে থাকো। রুম থেকে বের হবা না! এই বলে তিনি বের হয়ে গেলেন। ততক্ষণে আমার বেশ হুঁশ হয়েছিলো। তবে ভয়ে বেহুশ হবার অবস্থায় যাইনি। ভয়টা চিরকালই আমার একটু কম।

পরে জেনেছি, আমার এক চড়ে মহাজটিলতা সৃষ্টি হয়েছিলো। বারুদের গুদামে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দেবার মতো। হলে রণসজ্জায় মুখোমুখি হয়েছিলো ছাত্রলীগ ও ছাত্রদল। বন্দুকযুদ্ধ হবার অবস্থা! পরিস্থিতি সামলে ছিলেন মোশতাক ভাই। এ খবর রটে যায় জহুরুল হক হল ও সূর্য সেন হলেও। এ পরিস্থিতি আমাকে বেশ পরিচিতি যেমন দেয়, তেমনই বিপদগ্রস্তও করে। তবে বেশ পুলক বোধ করছিলাম। এক রকম অর্বাচীন হিরোইজম। বলা বাহুল্য, কেবল আমি নই; জাসদ ছাত্রলীগের সকলেই এ ধরনের হিরোইজমে আক্রান্ত ছিলেন। যা ছিলো জাসদ রাজনীতির মূল পূঁজি। কিন্তু হতাশ পথে হাঁটতে শুরু করলাম মান্না-আক্তারকে বহিস্কারের মধ্য দিয়ে জাসদ ছাত্রলীগে বিশাল ভাঙনের পর। ভাবলাম, যারা নিজেদের ঐক্যই ধরে রাখতে পারে না, তারা কিসের সমাজতন্ত্র, কিসের কী করবে!

এরমধ্যে ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন এলো। ডাকসুতে প্রার্থী যথারীতি ছাত্রলীগ থেকে বহিস্কৃত মান্না-আক্তার এবং মূলধারার মুনির-হাসিব। মহসীন হল সংসদে বহিস্কৃত গ্রুপের ভিপি প্রার্থী ছিলেন গোলাম কুদ্দুস। মূল ধারার প্যানেলের এজিএস প্রার্থী ছিলাম আমি। নির্বাচনের ফলাফলে জাসদ ছাত্রলীগ থেকে বহিস্কৃত গ্রুপের জয়জয়কার এবং মূল ধারার নিদারুণ পরাজয়। একই সময় সূচিত হলো সামরিক শাসক জিয়াউর রহমানের পেটোয়া বাহিনী ছাত্রদলের বিজয়ের ধারা। মহসীন হলের জিএস পদে বিজয়ী হলেন ছাত্রদলের জাকিরুল ইসলাম। চিরকালই তিনি মাথা গরম লোক হিসেবে পরিচিত। ছাত্র জীবন এবং সরকারি চাকরি জীবন- সমান ধারায় কেটেছে। ছাত্রজীবনে খালিদ মাহমুদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও খণ্ডকালীন সাংবাদিককে মহসীন হলের দোতলা থেকে ফেলে দিয়েছিলেন। চাকরি জীবনের শুরুর দিকে গাজীপুরে কর্মরত থাকাকালে ক্ষমতাসীন জাতীয় পার্টির নেতা হাসানউদ্দিন সরকারকে হেনস্থা করার ঘটনা ঘটিয়েছিলেন। নির্দেশ মতো গুলি করতে অস্বীকৃতি জানালে পুলিশের হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে জাকিরুল ইসলাম নিজেই গুলি করেছিলেন ম্যাজিস্ট্রেটকে। বেগম খালেদা জিয়া সংসদে বিরোধী দলীয় নেতা থাকাকালে তিনি একান্ত সচিব ছিলেন। তখনও তিনি নানান কারণে আলোচিত হয়েছেন। তবে সবচেয়ে বেশি আলাচিত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন) থাকাকালে।

সেবার জাকিরুল ইসলাম ছিলো মহসীন হল সংসদে ছাত্র দল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী। এ নির্বাচনে বরিশাল গ্রুপসহ আরও অনেকে প্যানেল বিবেচনার বাইরে আমাকে ভোট দিয়েছিলো। এরপরও নির্বাচনে আমার হয়েছে নিদারুণ পরাজয়। কারণ আমার সংগঠনের ছিলো ভাঙ্গা হাট। তখন থেকেই হাড়েহাড়ে অনুধাবন করতে শুরু করেছি, ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও সংগঠন বেশি দুর্বল হলে সুষ্ঠু নির্বাচনে বিজয় লাভ সাধারণত সম্ভব হয় না। তবে অতি জনপ্রিয় হলে ভিন্ন কথা। এ অভিজ্ঞতা আমার আছে। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচনে আমার প্যানেল ছিলো আওয়ামী লীগ ঘেঁষা এবং সঙ্গত কারণেই দুর্বল। তখন রমরমাভাব ছিলো ক্ষমসীন বিএনপি ঘেঁষা প্যানেলের। নির্বাচনে শক্তিশালী বিএনপি-জামায়াত কানেকশনের প্যানেলের বিপুল বিজয় হলেও দুর্বল প্যানেল থেকে মাত্র কয়েকজন যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে আমি একজন। তবে নির্বাচনী ধারায় এটি ব্যতিক্রম। সাধারণত নির্বাচনে বিজয়ী হতে হলে শক্তিশালী দল প্রয়োজন হয়। আবার দল হলেই সবার ক্ষেত্রে বিজয় অনিবার্য হিসেবে বিবেচনা করা যাবে না। যেমন ড. কামাল হোসেন। তিনি বারবার প্রমাণ করেছেন, নিজে জনবিচ্ছিন্ন হলে কেবল দলীয় ভোটে নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব নয়। সমারসেট মমের গল্পের প্যাকেলস টাইলস টাইগার গল্পের নখ-দন্তহীন বাঘের মতো বৃদ্ধ বিচারপতি আবদুস সাত্তারের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েও অন্তত এক কোটি ভোটের ব্যবধানে হেরেছেন ড. কামাল হোসেন। শুধু তাই নয় সংসদ নির্বাচনে মিরপুরের এস এ খালেকের সঙ্গে হেরেছেন, হারার নিদারুণ অভিজ্ঞতা আছে অখ্যাত প্রার্থীর সঙ্গে ডেমরায়ও।

ভোটে জেতার জন্য দল এবং নিজস্ব গ্রহণযোগ্যতার যোগসূত্র অনিবার্য। এর কোন একটির বেশি ঘাটতি হলে নির্বাচনে জেতা প্রায় অসম্ভব। নির্বাচনের সাধারণ এই ধারার আওতায়ই ভাঙ্গনের পর জাসদ ছাত্রলীগের মূল ধারা যে মাজুল দশায় পড়েছিলো তারই প্রকট ছবি মিলেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে। আবার দল ছিলো না বলেই বহিস্কৃত মান্না-আক্তার গ্রুপের জনপ্রিয়তা ও নির্বাচনে বিপুল বিজয় রংধনুর মতো সুন্দর হয়েছে, কিন্তু স্থায়ী হয়নি। আর এ ঘটনায় শক্ত ভিত্তি পায় সামরিক শাসক জেনারেল জিয়ার ছাত্রদল। আবার এর ছিটেফোঁটা সুবিধা পেয়েছিলেন আর এক সামরিক শাসক জেনালের এরশাদ। জাসদ ছাত্রলীগ ভেঙে যাওয়ায় যে অবস্থা সৃষ্টি হয়েছিলো তার ধারায় ছাত্রদল যেমন শক্ত ভিত্তি পায় তেমনই পরবর্তীতে এরশাদের ছাত্র সমাজ গঠনও সহজতর হয়েছিলো। এক্ষেত্রে জেনারেল এরশাদের জন্য বাড়তি সুযোগ সৃষ্টি হয় আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুনরায় বাকশাল-এর সাইবোর্ড নিয়ে আলাদা হলে ছাত্রলীগের এক অংশ জাতীয় ছাত্রলীগ গঠন করায়। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, আ স ম রবের কারসাজিতে জাসদ ছাত্রলীগে ভাঙ্গনের ফলে সুবিধা হয়েছে জেনারেল জিয়াউর রহমানের। আর আবদুর রাজ্জাকের নেতেৃত্বে আওয়ামী ছাত্রলীগে ভাঙ্গনের ফলে সুবিধা হয়েছে জেনালের এরশাদের।

শুধু তাই নয়, জেনারেল এরশাদ ডাকসুর সিটিং জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ভাগিয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করেছিলেন। ডাকসু জিএসকে করা হয়েছিলো প্রেসিডেন্টের ছাত্র বিষয়ক উপদেষ্টা। অফিস দেয়া হয়েছিলো গণভবনের পাশে যেখানে এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই কম্পাউন্ডে আরও দপ্তর ছিল।

জেনালের এরশাদের ফাঁদে পা দেবার কারণে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি আমার প্রচণ্ড রাগ ছিলো। ফলে তার সাথে যোগাযোগ করার কোনো আগ্রহ ছিলো না। তিনি দায়িত্ব নেবার মাস খানেক পর আবু হাসান শাহরিয়ার দেখা করতে বললেন। তিনি বাবলু ভাইর সাথে সংযুক্ত এবং সরকারি ব্যবস্থাপনায় একটি পত্রিকা প্রকাশের দায়িত্বে নিয়োজিত। রেজা রায়হানের মাধ্যমে তার সাথে আমার সম্পর্ক হয়েছিলো। হল সংসদে নির্বাচনের সময় তিনি আমার নির্বাচনী লিফলেট ড্রাফট করে দিয়েছিলেন। অসাধারণ এক লিফলেট, যেন কবিতা। উল্লেখ্য, আবু হাসান শাহরিয়ার দেশের একজন শীর্ষস্থানীয় কবি।

আমি আবু হাসান শাহরিয়ারের সঙ্গে দেখা করতে গেলাম। রুমে ঢোকার সাথে সাথে বললেন, চলেন। এই বলে তিনি আমাকে অন্য একটি রুমে নিয়ে গেলেন। দেখলাম আবু আলম শহীদ খান বসা। অবিভক্ত জাসদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক, প্রভাবশালী নেতা ও দরদি বড় ভাই। চাকুরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। খালেদা সরকারের সময় চরম হয়রানির শিকার হয়েছেন। শেখ হাসিনা সরকারের সময় চাকরি ফিরে পেয়েছেন আদালতের রায়ে। সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পালন করেছেন। কোন সময়ই তাকে কেউ পাল্টে যেতে দেখেননি। তিনি বরাবরই ছিলেন জনসম্পৃক্ত দাপটের আমলা হিসেবে পরিচিত। তিনি আমলা শ্রেণির মধ্যে আলাদা এক বৈশিষ্ট্যের মানুষ। তিনি আরও একটি বিষয়ে আলাদা ছিলেন। আমলাদের চাকরির শুরুর দিকে কারও একান্ত সচিব হবার প্রবণতা থাকে। যা মোটেই ছিলো না আবু আলম শহীদ খানের। চাকরি জীবনে তিনি কখনো কারও একান্ত সচিব ছিলেন না।

আবু আলম শহীদ খান বিসিএস পাস করে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন- এটি জানতাম। কিন্তু তিনি ডেপুটেশনে স্টুডেন্ট রিলেশনস অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন- তা জানতাম না। আমি একটু ঘোরের মধ্যে পড়লাম। এ ঘোর কাটলো তার কথায়। বললেন, কী তোমার খবর কি? তিনি আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বললেন, আমার সাথে আসো। আগের রাজনৈতিক ও ব্যক্তিগত আনুগত্য নিয়েই আবু আলম ভাইর অনুগামী হলাম। তার পিছু পিছু ঢুকলাম বিশাল এক রুমে। সেখানে বসা ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি খুবই আন্তরিকভাবে স্বাগত জানালেন। ইনবিল্ড প্রবণতায়ই বাবলু ভাই বিনয়ী ও আন্তরিক ব্যবহারের লোক হিসেবে পরিচিত। প্রায় ঘণ্টাখানেক ছিলাম তার রুমে। আমরা ছবিও তুললাম। আসার সময় তিনি আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। এবং বললেন, ‘যোগাযোগ রাখবা, জাসদ দিয়ে আর কিছু হবে না।’ একই কথা এর আগের ঘণ্টাখানেকের আলোচনায় তিনি অন্তত পাঁচ বার বলেছেন। কিন্তু মজ্জাগত স্বভাবের কারণে আমি তার সাথে যোগাযোগ রাখিনি। তবে তাঁর সাথে আবার দেখা হয়েছে যখন তিনি প্রতিমন্ত্রী হিসেবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে। তাও বিদ্যুৎ খাতের ব্যবসায়ী ও সাপ্তাহিক সুগন্ধার মালিক সৈয়দ মোয়াজ্জেমের পীড়াপীড়িতে। তখন আমি, সচিবালয় বিটের দাপুটে রিপোর্টার হিসেবে পরিচিত।

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর উপর আমার রাগ কিছু দিনের মধ্যে কমে গেলো। এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে বিশ্ববিদ্যালয় জীবনের হলের ঘনিষ্ঠ বন্ধু আবদুস সাত্তার মিয়াজী। তখন সে জ্বালানি মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর উপর রাগ কমলেও একেবারে চলে যায়নি। আমার মনের ভিতর এক ধরনের রক্তক্ষরণ হতো। সামরিক শাসকের সঙ্গে ডাকসু নেতার যাবার বিষয়টি কোন অবস্থাতেই মানতে পারছিলাম না। কারণ, তিনি যে ছাত্রদের আবেগ ধারণ করে ডাকসু জিএস হবার সুযোগ পেয়েছেন সেই ছাত্ররা চিরকালই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে; দিয়েছে জীবন। যারা আইয়ুব-ইয়াহিয়া শুরু করে সকল সামরিক শাসকের মুখোমুখি দাঁড়িয়েছে অসীম সাহসে। আর তাদেরই নির্বাচিত নেতা সামরিক শাসকের পদতলে নিজেকে সমর্পণ করলেন! চরণে অঞ্জলি দেবার মতো।

আবু আলম শহীদ খানের কাছে জেনেছি, ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং সাবেক ছাত্রনেতা ও সদ্য বিসিএস পাশ করা তিন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছিলো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদগুলোর প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল গঠন করার পরিকল্পনার আওতায়। অফিসের নাম সম্ভবত ছিল ন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিল। এটি প্রথমে তৎকালীন সিএমএলএ কার্যালয়ে অফিস চালু হয়েছিল। জেনারেল আতিক সুপারভাইজ করতেন। পরে গণভবনের পাশের কমপ্লেক্সে আনা হয়। কিন্তু সবাই জানে, এই কাউন্সিলের ঘোষিত লক্ষ্যে স্থির থাকেননি সিএমএলএ জেনারেল এরশাদ। এমনকি পত্রিকাটিও নিয়মিত প্রকাশিত হতো না। পোস্টার এবং সাময়িকী বের হতো।  তাও নিয়মিত নয়। শুধু তাই নয়, এক পর্যায়ে ছাত্রদের ট্যাস্কি ক্যাব দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছে জেনারেলের এরশাদের সামরিক সরকার।

ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কেবলা বদলের প্রাক্কালে এ বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো। শুরুতে তিনি এ অভিযোগকে গুজব বলে অস্বীকার করার চেষ্টা করলেন। এ সময় হলে হলে গিয়ে মিটিং করে বলেছেন, ‘এ খবর একেবারেই গুজব।’ কয়েকটি মিটিং-এ আমাকে সাথে নিয়ে গেছেন। মহসিন হলে মিটিং করতে গিয়ে প্রথমেই আমাকে খুঁজেছিলেন। হয়তো ধাওয়া খাওয়ার আতঙ্কে ছিলেন। এর আগে ডাকসু জিএস থাকাকালেই সূর্যসেন হলে তাঁর উপর ছাত্র দলের ক্যাডার সানাউল হক নিরু যে হামলা চালিয়েছিলো তা প্রতিরোধ করেছিলাম আমি। ফলে তিনি অক্ষত ছিলেন। কিন্তু রক্তাক্ত হয়েছিলাম আমি। যা তিনি প্রেসিডেন্টের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী হবার পরও মনে রেখেছেন। এবং আমার সামনেই এ ঘটনা বলেছেন সাপ্তাহিত সুগন্ধার মালিক সৈয়দ মোয়াজ্জেম হুসাইনকে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তাঁর কাছে অনেক দায় ছিলো সৈয়দ মোয়াজ্জেমের।

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর আগেও ডাকসু নেতা ভাগানোর চেষ্টা ছিলো সামরিক শাসক জেনালের জিয়ারও। মাহমুদুর রহমান মান্নাকে কেন্দ্র করে গুঞ্জনও ছড়িয়ে পড়েছিলো। এ অবস্থায় মাহমুদুর রহমান মান্না মধুর কেন্টিনে এক সমাবেশে বলেছিলেন, ‘৪২ বছরের মেজরের সঙ্গে রাজনীতি করার ইচ্ছা নেই!’ কিন্তু এই ডাকসুর জিয়াউদ্দিন আহমেদ বাবলু ঠিকই পরের সামরিক শাসক জেনারেল এরশাদের সঙ্গে গিয়েছিলেন। আর ডাকসুকেন্দ্রিক ছাত্র রাজনীতির কলঙ্কের এই দুর্যোগের সৃষ্টি হয়েছিলো জাসদ ছাত্রলীগের ভাঙ্গনের ফলশ্রুতিতে।

কথিত আছে, ছাত্র রাজনীতি ধবংস করার এসাইনমেন্ট নিয়েই জেনালের জিয়ার সঙ্গে একটি রফার পরিপ্রেক্ষিতেই জার্মানি থেকে ‘সুস্থ’ হয়ে জাসদ সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব দেশে ফিরেছিলেন। গোপন দায়িত্ব পালনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছাত্রলীগ থেকে মান্না-আক্তারকে বহিস্কারের ব্যবস্থা করে ছাত্রলীগকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলেন। এই ধ্বংসস্তুপের উপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিলো সামরিক শাসক জিয়াউর রহমানের ছাত্রদল। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে জেনারেল জিয়া প্রচণ্ড বাধার মুখে পড়েছিলেন। অপদস্থ হয়েছেন। তিনি ঠাণ্ডা মস্তিষ্কের মানুষ ছিলেন বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেদিন রক্তগঙ্গা বয়ে যায়নি। ওইদিন জাসদ ছাত্রলীগ নেতা মিয়া মোহাম্মদ ফেরদৌস যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই দুর্বিনিত শক্তির মূল উৎপাটন করা হয়েছে জাসদ ছাত্রলীগে আরোপিত ভাঙ্গনের মধ্য দিয়ে। আর এ ধারাবাহিকতায় আমার রাজনীতি জীবনের অবসান ঘটে।

এই বিভাগের আরও খবর
ড. ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন
ড. ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন
ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
হঠাৎ করেই কি একটি এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়?
হঠাৎ করেই কি একটি এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়?
এলডিসি উত্তরণ ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এখন আমাদের বড় লক্ষ্য
এলডিসি উত্তরণ ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এখন আমাদের বড় লক্ষ্য
বেসরকারি বিনিয়োগই ‘ফ্যাক্টর’
বেসরকারি বিনিয়োগই ‘ফ্যাক্টর’
পার্বত্য চট্টগ্রাম থেকে জাতীয় সংকটে: জনগণের পক্ষে সশস্ত্র বাহিনীর অবস্থান ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রা
পার্বত্য চট্টগ্রাম থেকে জাতীয় সংকটে: জনগণের পক্ষে সশস্ত্র বাহিনীর অবস্থান ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রা
বাংলা নববর্ষ: বাঙালি জাতির সংস্কৃতির ঐক্য
বাংলা নববর্ষ: বাঙালি জাতির সংস্কৃতির ঐক্য
ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন
ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন
চাপে চ্যাপ্টা অর্থনীতির রিয়াল হিরো ব্যবসায়ীরা
চাপে চ্যাপ্টা অর্থনীতির রিয়াল হিরো ব্যবসায়ীরা
উন্নতির নানা রূপ ও ভিতরের কারণ
উন্নতির নানা রূপ ও ভিতরের কারণ
স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে
স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে
জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী: অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিচ্ছবি
জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী: অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিচ্ছবি
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের

৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ

১ ঘণ্টা আগে | রাজনীতি

বিদেশে শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ষড়যন্ত্রে যুবক গ্রেফতার
বিদেশে শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ষড়যন্ত্রে যুবক গ্রেফতার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো ভি৫০ লাইট উন্মোচন
তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো ভি৫০ লাইট উন্মোচন

২ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

আবুধাবিতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা
আবুধাবিতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা

২ ঘণ্টা আগে | পরবাস

গোবর দিয়ে ক্লাস ঠান্ডা; প্রতিবাদে অধ্যক্ষের ঘরেও গোবর
গোবর দিয়ে ক্লাস ঠান্ডা; প্রতিবাদে অধ্যক্ষের ঘরেও গোবর

২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ড. ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন
ড. ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

যেমন গয়না পছন্দ করেন মিমি!
যেমন গয়না পছন্দ করেন মিমি!

৩ ঘণ্টা আগে | শোবিজ

৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় দফার পরমাণু আলোচনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে অগ্রগতির বার্তা ইরানের
দ্বিতীয় দফার পরমাণু আলোচনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে অগ্রগতির বার্তা ইরানের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান
পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যশোরে হত্যা মামলার আসামি আটক
যশোরে হত্যা মামলার আসামি আটক

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

আনন্দ-উল্লাসে কম্বোডিয়ায় পহেলা বৈশাখ উদযাপিত
আনন্দ-উল্লাসে কম্বোডিয়ায় পহেলা বৈশাখ উদযাপিত

৪ ঘণ্টা আগে | পরবাস

শ্রীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা
শ্রীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নাটোরে জুঁই হত্যার ঘটনায় ৫ শিশু গ্রেফতার
নাটোরে জুঁই হত্যার ঘটনায় ৫ শিশু গ্রেফতার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার দরকার’
‘বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার দরকার’

৫ ঘণ্টা আগে | রাজনীতি

মানুষের দৃষ্টিসীমার বাইরে নতুন রঙ ‘ওলো’ আবিষ্কার
মানুষের দৃষ্টিসীমার বাইরে নতুন রঙ ‘ওলো’ আবিষ্কার

৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

কর্ণফুলী প্রেসক্লাবের এডহক কমিটি
কর্ণফুলী প্রেসক্লাবের এডহক কমিটি

৬ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

‘বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবুও ভারতের কর্তৃত্ববাদ স্বার্থক হতে দিব না’
‘বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবুও ভারতের কর্তৃত্ববাদ স্বার্থক হতে দিব না’

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সম্পাদক অপু
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সম্পাদক অপু

৬ ঘণ্টা আগে | শোবিজ

সীমান্ত হত্যার বিচার দাবি জামায়াত আমিরের
সীমান্ত হত্যার বিচার দাবি জামায়াত আমিরের

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার

৬ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ভালুকায় নারীর প্রতি সহিংসতা নিয়ন্ত্রণে মতবিনিময়
ভালুকায় নারীর প্রতি সহিংসতা নিয়ন্ত্রণে মতবিনিময়

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদারীপুরে সরকারি হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি
মাদারীপুরে সরকারি হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা
কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে জুলাই পরবর্তী মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে ঢাবিতে গোলটেবিল বৈঠক
বাংলাদেশে জুলাই পরবর্তী মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে ঢাবিতে গোলটেবিল বৈঠক

৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সর্বাধিক পঠিত
ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান
ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি
খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘প্রত্যেক ইসরায়েলি হয় নিজে সন্ত্রাসী, না হয় সন্ত্রাসীর সন্তান’
‘প্রত্যেক ইসরায়েলি হয় নিজে সন্ত্রাসী, না হয় সন্ত্রাসীর সন্তান’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‌‘প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে’
‌‘প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে’

১০ ঘণ্টা আগে | জাতীয়

আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির
ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করতে যা করবেন
গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করতে যা করবেন

১৫ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

ট্রাম্প-শি-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
ট্রাম্প-শি-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফেসবুকে ভাইরাল সেই ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ
ফেসবুকে ভাইরাল সেই ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

শাহবাগে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমিত সাহাকে পুলিশে দিল ছাত্র-জনতা
শাহবাগে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমিত সাহাকে পুলিশে দিল ছাত্র-জনতা

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা

৯ ঘণ্টা আগে | জাতীয়

বাকি জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েলকে তিন শর্ত দিলো হামাস
বাকি জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েলকে তিন শর্ত দিলো হামাস

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ক্রিকেটাররা আমাকে নিজের অশ্লীল ছবি পাঠাত’, ভারতের সাবেক কোচের সন্তান
‘ক্রিকেটাররা আমাকে নিজের অশ্লীল ছবি পাঠাত’, ভারতের সাবেক কোচের সন্তান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ

৯ ঘণ্টা আগে | জাতীয়

থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, প্রাণ বাঁচাতে গুলি চালালেন যাত্রী
মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, প্রাণ বাঁচাতে গুলি চালালেন যাত্রী

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ: ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ: ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

১৬ ঘণ্টা আগে | শোবিজ

হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতের
যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতের

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রবিবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
রবিবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

১৩ ঘণ্টা আগে | জাতীয়

সালমানের পাশে দাঁড়ালেন ইমরান
সালমানের পাশে দাঁড়ালেন ইমরান

১৬ ঘণ্টা আগে | শোবিজ

যে কারণে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যেতে পারে আমেরিকা!
যে কারণে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যেতে পারে আমেরিকা!

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

কারাবন্দীদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর ব্যবস্থা করল ইতালি
কারাবন্দীদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর ব্যবস্থা করল ইতালি

১১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ

৮ ঘণ্টা আগে | রাজনীতি

জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন বিলাওয়াল
জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন বিলাওয়াল

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

১৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ফরিদপুরের যুবক সিংকুকে বিয়ে করে আমেরিকায় নিয়ে গেছেন শ্যারন
ফরিদপুরের যুবক সিংকুকে বিয়ে করে আমেরিকায় নিয়ে গেছেন শ্যারন

রকমারি

সংস্কার নির্বাচনে বিভক্তি
সংস্কার নির্বাচনে বিভক্তি

প্রথম পৃষ্ঠা

সুফল মেলেনি ট্রানজিটে
সুফল মেলেনি ট্রানজিটে

পেছনের পৃষ্ঠা

বিদেশি বউ নিয়ে ভালোই আছেন তিন দম্পতি
বিদেশি বউ নিয়ে ভালোই আছেন তিন দম্পতি

রকমারি

হতাশার কিছু নেই নির্বাচন হতেই হবে
হতাশার কিছু নেই নির্বাচন হতেই হবে

প্রথম পৃষ্ঠা

সক্রিয় ভয়ংকর মামলা চক্র
সক্রিয় ভয়ংকর মামলা চক্র

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জার্মান বউকে নিয়ে যেমন চলছে আব্রাহামের  সংসার
জার্মান বউকে নিয়ে যেমন চলছে আব্রাহামের সংসার

রকমারি

ড. ইউনূসের বিশ্বব্যাপী সুপার ডিপ্লোম্যাসি
ড. ইউনূসের বিশ্বব্যাপী সুপার ডিপ্লোম্যাসি

প্রথম পৃষ্ঠা

মহাসড়কে ব্যাটারি রিকশার দাপট
মহাসড়কে ব্যাটারি রিকশার দাপট

নগর জীবন

আস্থা ফিরছে না শেয়ারবাজারে
আস্থা ফিরছে না শেয়ারবাজারে

পেছনের পৃষ্ঠা

নাজমুলদের চোখে নতুন স্বপ্ন
নাজমুলদের চোখে নতুন স্বপ্ন

মাঠে ময়দানে

মিসরের নুরহানকে নিয়ে সমশেরের সুখের সংসার
মিসরের নুরহানকে নিয়ে সমশেরের সুখের সংসার

রকমারি

১৯৬ দেশে যাচ্ছে রেড অ্যালার্ট
১৯৬ দেশে যাচ্ছে রেড অ্যালার্ট

প্রথম পৃষ্ঠা

স্বৈরাচারের দোসররা নতুন ষড়যন্ত্র করছে
স্বৈরাচারের দোসররা নতুন ষড়যন্ত্র করছে

নগর জীবন

শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা
শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা

পেছনের পৃষ্ঠা

শ্রীলঙ্কার যুবক ছুটে এলেন প্রেমিকার ডাকে
শ্রীলঙ্কার যুবক ছুটে এলেন প্রেমিকার ডাকে

রকমারি

শিগগিরই নিষিদ্ধ হচ্ছে তিন প্লাস্টিক পণ্য
শিগগিরই নিষিদ্ধ হচ্ছে তিন প্লাস্টিক পণ্য

নগর জীবন

অভিনেত্রী শাবানার উদ্বেগ
অভিনেত্রী শাবানার উদ্বেগ

শোবিজ

রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা
রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা

মাঠে ময়দানে

সিনেমা হলের এ কি হাল?
সিনেমা হলের এ কি হাল?

শোবিজ

আজ থেকে শুরু হচ্ছে ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’
আজ থেকে শুরু হচ্ছে ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’

শোবিজ

সংসদে আসন ৬০০ করার সুপারিশ
সংসদে আসন ৬০০ করার সুপারিশ

প্রথম পৃষ্ঠা

ঢাকায় হুনানের গভর্নর
ঢাকায় হুনানের গভর্নর

প্রথম পৃষ্ঠা

সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘ক্লিন’ রাখতে হবে সেলফোন
সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘ক্লিন’ রাখতে হবে সেলফোন

পেছনের পৃষ্ঠা

ভবনের নকশার ব্যত্যয় করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন
ভবনের নকশার ব্যত্যয় করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন

পেছনের পৃষ্ঠা

ড. ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন
ড. ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন

সম্পাদকীয়

সিলেটে খেলা কিছুটা কঠিন হবে
সিলেটে খেলা কিছুটা কঠিন হবে

মাঠে ময়দানে

জনবল নিয়োগ না দিয়েই উদ্বোধন
জনবল নিয়োগ না দিয়েই উদ্বোধন

দেশগ্রাম

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা শেষে স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা শেষে স্বামীর আত্মহত্যা

পেছনের পৃষ্ঠা