১. শ্লোগান
বিশ্বকাপে আছে কি না?
আছে টিকে আর্জেন্টিনা।
কার যেন ভাই উঁচু সিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা।
ব্রাজিলকে নয় আর তো ঘৃণা
ভালোবাসো আর্জেন্টিনা।
চলুকরে ভাই খানাপিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা।
ভাই ভাস্তি বোন ভাগিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা।
২. কমলা
কমলা মানে নেদারল্যান্ডস
রঙটা ওদের জার্সির
নীলের সাথে জমলো লড়াই
কে কেটে নেয় কার শির?
পেনাল্টিতে কমলাকে নীল
খেললো ফেলে গিলে
খেলা দেখে চমকে গেলো
বিশ্ববাসীর পিলে।
কমলা তুমি বলের ভেতরে
মুখ লুকিয়ে থাকো,
বিশ্বকাপে মারামারির
স্বরূপ দূরে রাখো।
৩. গোলকিপার
ইমিলিয়ানো মার্টিনেজ
গোলকিপিংয়ে তাহার তেজ
একটুখানি বেশি।
কারণ যে তার দলনেতা
ফুটবলে সব মুকুট জেতা
ম্যাজেসিয়ান মেসি।
৪. মলিনা
ফার্স্ট গোল করেছিল
নাহুয়েল মলিনা
ওর কথা কেন তবে
একটুও বলি না
মেসিটার পাস থেকে
করলো কী গোলই না!