হেফাজতে ইসলামের বহির্বিশ্বের সমন্বয়ক ও মদিনা জোন সভাপতি আল্লামা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী বলেছেন, সরকার এক ব্যক্তির ক্ষমতার লিপ্সা চরিতার্থ করতে দেশকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নির্বাচনের নামে রঙ্গ নাটক সাজিয়েছে। আন্তর্জাতিক মহল পর্যবেক্ষক না পাঠানোয় ঘরে-বাইরে কোথাও এই নির্বাচনের কোনো মূল্য নেই।”
বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলাম মদিনা জোনের প্রচার সম্পাদক হাফেজ শাহাদাৎ হোসাইনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, নির্বাচনের নামে আওয়ামী লীগ রঙ্গ নাটক সাজিয়ে বহুদলীয় রাষ্ট্রব্যবস্থার অব্যাহত যাত্রা গলা টিপে হত্যা করেছে। এই নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত রাখার ফন্দি-ফিকির করছে। কিন্তু জনগণের পাশাপাশি দেশের উলামা-মাশায়েখও এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।