প্রবাসী বাংলাদেশিদের প্রতিরোধের মুখে নিউ ইয়র্কে জামায়াতে ইসলামীর সেমিনার পণ্ড হয়ে গেছে। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে নিয়ে এস্টোরিয়ায় সাউন্ডভিউ মিলনায়তনে শুক্রবার বিকালে এ সেমিনারের আয়োজন করা হয়েছিল।
সেমিনারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাকের উপস্থিত থাকার কথা ছিল।
‘রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে বাংলাদেশ : বিচারিক হত্যার শিকার শহীদ আব্দুল কাদের মোল্লা’ শীর্ষক এই সেমিনারটি ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন’ ব্যানারে আয়োজন করা হয়েছিল। প্রবাসে জামাত-শিবির সমর্থকদের গড়া এই সংগঠনটি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রে সভা-সমাবেশ করে আসছে।
এদিকে সেমিনারটির আয়োজন নিয়ে প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছিল। তারা সেমিনার প্রতিরোধের ঘোষণা দিয়ে সাউন্ডভিউ মিলনায়তনে পাল্টা কর্মসূচি দেন। বৃষ্টির মধ্যেই সেমিনারস্থলের বাইরে অবস্থান নেন তারা। অবশেষে প্রতিবাদের মুখে জামায়াতের সেমিনারটি আর হয়নি।
বিক্ষোভের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “এভাবেই প্রবাসে জামায়াত-শিবিরের প্রতিটি কর্মসূচি প্রতিরোধ করা হবে। মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে জামায়াত-শিবির কোনো অনুষ্ঠানই যুক্তরাষ্ট্রে করতে পারবে না।”
পুলিশ বেষ্টনিতে তাদের এই প্রতিরোধ কর্মসূচির সময় পথচারী বিদেশিরা কৌতূহলী হয়ে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানতে চান। তাদের অনেকেই যুদ্ধাপরাধীদের শাস্তি চান।