মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকবিরোধী অভিযান শুরু করেছে দেশটির সরকার। সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত সহস্রাধিক অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৫৫ জন বাংলাদেশি রয়েছে বলে নিশ্চিত করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস।
এছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার ও থাইল্যান্ডেরও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক এ অভিযানে আটক হয়েছেন।
দেশটির টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানী কুয়ালালামপুরসহ প্রবাসী শ্রমিক অধ্যুষিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ শ্রমিকদের আটক করছে।
এদিকে এ অভিযানে বাংলাদেশি শ্রমিকদের আটক করার বিষয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস বলেন, আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত তার কাছে ২৫৫ বাংলাদেশি শ্রমিককে আটক করার তথ্য রয়েছে।
অভিযান শুরুর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছিলেন, অভিযানে বৈধ কাগজ ছাড়া যাকেই পাওয়া যাবে, তাকেই আগামী সাতদিনের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তবে এসব শ্রমিকের দেশে ফেরত পাঠানোর খরচ সংশ্লিষ্ট দেশের সরকার অথবা ওই অবৈধ অভিবাসীকেই বহন করতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী জুনাইদি ওয়ান তাংকু জাফর।