সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ইসলামী এডুকেশন সেন্টারে বাংলাদেশি আলেমদের (ধর্ম প্রচারক) নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেদ্দার আল-হামরা এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে দেড় শতাধিক আলেম-উলামা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগ জেদ্দা অঞ্চলের প্রধান ডক্টর আহমেদ হামদান। প্রধান অতিথি এসময় বাংলাদেশি আলেমদের ভূয়ষী প্রশংসা করেন।